গরম পানিতে লেবুর শরবত - Sonrf BLOG

sonrf

SOFTWER, VIDEO, AUDIO, DOWNLOAD.

www.shop.sonrf.com

Letest

Home Top Ad

Responsive Ads Here

Post Top Ad

Saturday, April 29, 2017

demo-image

গরম পানিতে লেবুর শরবত

Responsive Ads Here
%25E0%25A6%2597%25E0%25A6%25B0%25E0%25A6%25AE+%25E0%25A6%25AA%25E0%25A6%25BE%25E0%25A6%25A8%25E0%25A6%25BF%25E0%25A6%25A4%25E0%25A7%2587+%25E0%25A6%25B2%25E0%25A7%2587%25E0%25A6%25AC%25E0%25A7%2581%25E0%25A6%25B0+%25E0%25A6%25B6%25E0%25A6%25B0%25E0%25A6%25AC%25E0%25A6%25A4

এক গ্লাস গরম পানির সাথে লেবুর রস আপনার শরীরের জন্য কতটা উপকারী সেটা কি জানেন ?

১। গরম পানিতে লেবুর রস খেলে হজম প্রক্রিয়ায় সহায়তা ও পাকস্থলি পরিষ্কার রাখতে সাহায্য করে।
২। সকালে লেবুর শরবত খেলে এর ভিটামিন সি ত্বক সুস্থ রাখে। আর লেবুর অ্যান্টিঅক্সিডেন্ট ত্বকের তারুণ্য ধরে রাখতে সাহায্য করে।
৩। পানি এবং লেবুর রস শরীরে প্রয়োজনীয় আর্দ্রতা বজায় রাখে এবং রক্তে অক্সিজেন যুক্ত করে। ফলে শরীরে শক্তি সঞ্চার হয়।
৪। সিট্রাস গোত্রের ফল যেমন লেবু, বাতাবি লেবু বা কমলায় রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন সি এবং অসকর্বিক অ্যাসিড। ভিটামিন সি ঠাণ্ডাজনিত রোগ থেকে বাঁচাতে সাহায্য করে এবং অসকর্বিক অ্যাসিড শরীরে আয়রন গ্রহণে সহায়তা করে। ফলে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পায়।
৫। পানির মাধ্যমে শরীরের ক্ষতিকর পদার্থ বের হয়ে যায়। লেবু হচ্ছে প্রাকৃতিক মূত্রবর্ধক। তাছাড়া লেবুর সিট্রিক এসিড পাকস্থলি পরিষ্কার রেখে ক্ষতিকর বিষাক্ত পদার্থ দূর করতে সাহায্য করে।

Post Bottom Ad

Pages

Contact Form

Name

Email*

Message*